DUSS StudyCircle- 24: মাতৃভাষায় বিজ্ঞানচর্চা: কেন ও কীভাবে
মাতৃভাষায় বিজ্ঞানচর্চা: কেন ও কীভাবে (Practice of scientific knowledge in mother language) আলোচক- ফিরোজ আহমেদ প্রাবন্ধিক, চিন্তক, সংগঠক "বাংলা ভাষায় বিজ্ঞানচর্চা করা উচিত", কথাটা বললে এরকম কথা শোনা যায় যে "বাংলা ভাষায় বিজ্ঞানচর্চা! ও আবার সম্ভব নাকি! এই যে আমরা জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (DNA) এর বাংলা করুন তো দেখি!" অন্য ডিসিপ্লিনের লোকজনও তাদের নিজেদের পড়াশোনা ও কাজের ক্ষেত্র থেকে উদাহরণ টানা শুরু করবেন। উচ্চমাধ্যমিক পর্যন্ত বাংলা মাধ্যমে পড়াশোনা করে আসা ছেল...